রসুন-দুধের পানীয় - আদর্শ খাবার দুধের মধ্যে মানবশরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব উপাদানই আছে। অন্যদিকে রসুনে রয়েছে প্রদাহরোধী ও ব্যাকটেরিয়ারোধী উপাদান। এই দুটি খাবারের নানা স্বাস্থ্যগুণ মানব শরীরকে রোগমুক্ত রাখতে সহায়তা করে। দুধ ও রসুন এই উপকারী খাবার দুটির আলাদা আলাদা স্বাস্থ্যগত গুণ থাকলেও রসুন-দুধ মিশ্রিত ড্রিংকসটির রয়েছে জাদুকরী কিছু স্বাস্থ্য উপকারিতা! রসুন আর দুধ মিশ্রিত ড্রিংকসটি পান করলে উপকারটা একটু বেশিই পাবেন। চলুন এবার জেনে নেয়া যাক রসুন-দুধের বিস্ময়কর আট উপকারিতা সম্পর্কে-
0 Comments